সোমবার, তৃতীয় মমতা সরকারের বর্ষপূর্তির দিনই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতি। তিনি বলেছিলেন, ২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আরও এক ধাপ এগিয়ে আগামী ২০২৪ সালে তৃণমূল নেত্রীকে দেশের প্রধানমন্ত্রী দেখার দাবি তুলে দিলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। ‘২০২৪ সালে আমাদের দিদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন’, এমনটাই টুইট করেছেন অপরূপা। পাশাপাশি ২০৩৬ সাল নয়, ২০২৪ সালেই বাংলার মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই বলেছেন আরামবাগের সাংসদ।
টুইটারে অপরূপা লিখেছেন, ‘আমি চাই,আমাদের দিদি ২০২৪ এ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন আরএসএস মনোনীত রাষ্ট্রপতির থেকে। আর এই বিজেপির গোবরর্ধন জগদীপ ধনকরের থেকে বাংলায় ২০২৪ এ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন আমাদের প্রিয় যুবনেতা অভিষেক বন্দোপাধ্যায়।’ এর আগে গতকাল দীর্ঘ ফেসবুক পোস্টের একটা অংশে কুণাল লিখেছিলেন, ‘তৃণমূলের এক সৈনিক হিসেবে বলতে পারি, ২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতাদি। আর সেই ২০৩৬ সালে তিনি অভিভাবকের মত উপস্থিত থাকবেন এমন অনুষ্ঠানে, যেখানে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অভিষেক। মুখ্যমন্ত্রিত্বে জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ভারতে নজির গড়বেন মমতাদি। তবে তার মধ্যে যদি দিল্লীর এবং দেশের দায়িত্ব নিতে হয়, তাহলে পরিস্থিতি আরেকরকম তো হবেই।’