গত মার্চে দেশে বেকারত্বের হার ছিল ৭.৬০ শতাংশ। এপ্রিলে ওই হার বেড়ে হয়েছে ৭.৮৩ শতাংশ। বেসরকারি সংস্থা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি-র সমীক্ষায় এই তথ্য জানা গিয়েছে। মুম্বইয়ের ওই সংস্থা জানিয়েছে, হরিয়ানায় বেকারত্বের হার সবচেয়ে বেশি, ৩৪.৫ শতাংশ। এর পরেই আছে রাজস্থান। সেখানে বেকারত্বের হার ২৮.৮ শতাংশ।
মার্চ মাসে শহরে বেকারত্বের হার ছিল ৮.২৮ শতাংশ। এপ্রিল মাসে তা বেড়ে হয়েছে ৯.২২ শতাংশ। সেই তুলনায় গ্রামে বেকারত্ব সামান্য হলেও কমেছে। মার্চে গ্রামে বেকারত্বের হার ছিল ৭.২৯ শতাংশ। এপ্রিলে তা কমে হয়েছে ৭.১৮ শতাংশ।
গত সপ্তাহে অর্থনীতিবিদরা বলেছিলেন, ভারতের অর্থনীতি আপাতত বিকশিত হবে ছয় থেকে আট শতাংশ হারে। বিকাশে এই হার যথেষ্ট সংখ্যক চাকরি সৃষ্টি করতে পারবে না। শ্রমের বাজারে সংকট কমানোর জন্য সরকারের হস্তক্ষেপ করা উচিত।
সিএমআইই-র ম্যানেজিং ডিরেক্টর মহেশ ব্যাস বলেন, ‘ভালো চাকরির সুযোগ তৈরি করতে ব্যর্থ হচ্ছে সরকার। চাকরির কোনও নিরাপত্তা নেই। বহু মানুষের চাকরি চলে যাচ্ছে। সমাজে হতাশা বাড়ছে। মানুষ চাকরি খোঁজাই ছেড়ে দিয়েছে। অনেকে কাজের বাজার থেকে বিদায় নিচ্ছে’।