গত বছরের ২ মে ছিল রাজ্য বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। সেদিন ভোটে জিতে তৃতীয়বারের জন্য বাংলায় ক্ষমতায় ফিরেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। বাংলা দেখিয়ে দিয়েছিল, সে নিজের মেয়েকেই চায়। দেখতে দেখতেই আজ আরেকটা ২ মে এসে উপস্থিত হয়েছে। অর্থাৎ খাতায় কলমে পুরো এক বছর। নবান্নে হ্যাটট্রিক অর্থাৎ রাজ্যে তৃতীয় তৃণমূল সরকার প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি। এই বিশেষ দিনে টুইট করে রাজ্যবাসীকে কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোাধ্যায়। মমতা বলেছেন, আজকের দিনটি আমি মা-মাটি-মানুষকে উৎসর্গ করলাম। সকলের কাছে আমার আহ্বান, আজ থেকে দিনটি মা-মাটি-মানুষ দিবস বলে অভিহিত হোক। জয় হিন্দ, জয় বাংলা।
টুইটে একই সঙ্গে নাম না করে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছেন মমতা। তাৎপর্যপূর্ণ হল, মুখ্যমন্ত্রী মুখ খুলেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের রাজ্য সফর শুরুর মুখে। আগামী বুধবার তিন দিনের সফরে রাজ্যে আসছেন তিনি। আবার দু’দিন আগেই দিল্লীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একান্তে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর। তবে টুইটে মমতা বলেছেন, গতবছর এই দিনে দেশের কর্তা ব্যক্তিদের আস্ফালনের বিরুদ্ধে বাংলার মা-মাটি-মানুষ তাঁদের অদম্য সাহসের পরিচয় রেখেছিলেন। সেজন্য আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। মা-মাটি-মানুষ সেদিন সারা পৃথিবীকে দেখিয়েছিলেন যে, গণতন্ত্রে মানুষের শক্তির চেয়ে বড় কোন শক্তি নেই। প্রকৃত জাতি-নির্মাণে আমাদের প্রয়াস জারি রাখতে হবে, কারণ অনেক যুদ্ধ লড়তে ও জিততে হবে।