২০২৩-এই পঞ্চায়েত ভোট। এখন থেকেই প্রস্তুতিতে শান দিচ্ছে ঘাসফুল শিবির। আগামী ৫ই মে অর্থাৎ বৃহস্পতিবার, মেগা বৈঠক তৃণমূলের। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় দলের সমস্ত অবস্থার খোঁজখবর নেবেন। সেই মতো বৈঠক হওয়ার কথা আছে। একদিকে ওয়ার্কিং কমিটির সদস্যদের সঙ্গে বসবেন। বৈঠক করবেন জেলা সভাপতি এবং শাখা সংগঠনগুলির প্রধানদের সঙ্গেও। ফলত এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে খবর। আর এই বৈঠক থেকেই নেতৃত্বকে আগামির রূপরেখা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিতে পারেন বলে জানা যাচ্ছে। তবে এবার বিশেষ ভাবে জনসংযোগে জোর দিতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। আর তাই দিদিকে বলো’র মতো আরও একটি কর্মসূচী নিয়ে আসতে চলেছেন তৃণমূল। ভোটকুশলী প্রশান্ত কিশোরের বেঁধে দেওয়া ছকেই এই কর্মসূচী প্রতিটি ব্লকে ব্লকে কাজ করবে। এছাড়াও প্রত্যেক এলাকায় তৃণমূল কর্মীরা মানুষের কাছে পৌঁছবেন। তাঁদের সমস্যার কথা শুনবেন এবং সমাধান করার চেষ্টা করবেন। আর সেদিকে তাকিয়ে ওই বৈঠক থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ নির্দেশ জানাতে পারেন বলেও মনে করা হচ্ছে।
রাজনৈতিক কারবারিদের মতে, ২৩ এবং ২৪-এর লক্ষ্যে এখন থেকেই ময়দানে নেমে পড়তে চাইছে তৃণমূল। আর সেদিকে তাকিয়েই এই বৈঠক। আর এই বৈঠকের মাধ্যমেই জনসংযোগে জোর দেওয়ার নির্দেশ যে নেতৃত্ব দেবেন তা কার্যত স্পষ্ট। জানা গিয়েছে, বাইপাসের ধারে সুসজ্জিত পার্টি অফিস থেকেই এই বৈঠক হবে। প্রথমে ওয়ার্কিং কমিটির সদস্যদের সঙ্গে বসবেন মমতা। এরপর বিকেলের দিকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই তৃণমূলের শাখা সংগঠনগুলির প্রধানদের সঙ্গেও বৈঠক সেরে নেবেন তিনি। কীভাবে এই সংগঠনগুলি মানুষের কাছে পৌঁছবেন সেই রূপরেখাও হয়তো এই বৈঠকের মাধ্যমেই তৈরি করে দিতে পারেন দলনেত্রী।