এতদিন অন্যের দল সামলাতেন। এবার নিজের রাজনৈতিক দল ঘোষণা করতে চলেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। সব ঠিক থাকলে নিজের রাজ্য বিহারেই আত্মপ্রকাশ করবে প্রশান্ত কিশোরের নতুন দল। সোমবার সকালে টুইট করে যার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন পিকে নিজেই।
এদিন টুইট বার্তায় পিকে লিখেছেন, ‘গণতন্ত্রের তাৎপর্যপূর্ণ অংশ হয়ে ওঠার পথে আমার যে অন্বেষণ, তা ১০ বছর ধরে চলল। তবে এ বার সরাসরি ‘প্রকৃত ঈশ্বর’ অর্থাৎ জনতা জনার্দনের দরবারে যাওয়ার সময় এসেছে। গণতন্ত্রকে আরও কাছ থেকে বোঝার সময় এসেছে।’
সরাসরি কোনও রাজনৈতিক দলের ঘোষণা না করলেও ওই টুইটেই একটি নাম জানিয়েছেন পিকে। ‘জন সূরয’। যার বাংলা করলে হয় ‘জনতার সূর্য’। শেষে হিন্দিতে জুড়েছেন, আরও তিনটি শব্দ – ‘শুরুয়াৎ বিহার সে’। অর্থাৎ বিহার থেকেই তাঁর যাত্রা শুরু হতে চলেছে।
প্রশান্ত কিশোর ও কংগ্রেস উভয় পক্ষই সম্প্রতি জানিয়ে দেয় যে ভোটকুশলী হাত শিবিরে যোগ দিচ্ছেন না। তবে তা সত্ত্বেও কংগ্রেস-প্রশান্ত কিশোরের সমীকরণ নিয়ে জল্পনা থামেনি। কংগ্রেসের পুনরুত্থানের নীল নকশা এঁকে দলে শীর্ষ নেতৃত্বের কাছে ৬০০ স্লাইডের একটি প্রেজেন্টেশন পেশ করেছিলেন। তবে সেই প্রেজেন্টেশনের বেশ কিছু সুপারিশ কংগ্রেসের পছন্দ হলেও বেশ কিছু জিনিস নিয়ে আপত্তিও ছিল বলে সূত্রের খবর। এই আবহে জল্পনা সত্ত্বেও কংগ্রেসে যোগ দেননি পিকে। এরই মাঝে তেলাঙ্গানার শাসকদল টিআরএস-এর সঙ্গে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের চুক্তি হয়। অপরদিকে দিল্লিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও জানান যে পিকে ভোটকুশলী হিসেবে এখনও তৃণমূলের সঙ্গে রযেছেন। এই সব সমীকরণের মাঝেই এবার প্রশান্ত কিশোর নিজেই মানুষের কাছে পৌঁছে দেওয়ার বার্তা দিলেন। যার ফলে জল্পনা আরও কয়েকগুণ বাড়ল।