ভোটকুশলী হিসাবে তৃণমূলের সঙ্গেই আছেন প্রশান্ত কিশোর। শনিবার একটি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু দিন আগেই প্রশান্তের কংগ্রেসে যোগদান নিয়ে জল্পনা তৈরি হয়। যদিও সেই জল্পনা উড়িয়ে দিয়ে পিকে জানিয়ে দেন, তিনি কংগ্রেসে যোগ দিচ্ছেন না।
উল্লেখ্য, বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে প্রশান্ত কিশোরের কংগ্রেস যোগ নিয়ে জোর জল্পনা চলছিল। দফায় দফায় পিকে বৈঠকও করেছিলেন সোনিয়া গান্ধী সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে। তবে শেষমেষ দুই তরফেই জানিয়ে দেওয়া হয় যে পিকে কংগ্রেসে যোগ দিচ্ছেন না। তিনি খোলামেলা কাজ চেয়েছিলেন দলের কাছে। কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে ‘এমপাওয়ারড অ্যাকশন গ্রুপ’- এর অংশ হিসাবে দলে যোগদানের প্রস্তাব দেওয়া যা তিনি প্রত্যাখ্যান করেন।
২০২১ সালে পবিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে বিজেপিকে হারাতে সাহায্য করেছিলেন প্রশান্ত কিশোর। একই সঙ্গে দক্ষিণে ডিএমকে-কেও জয় এনে দেয় পিকের সংস্থা। এরপর থেকেই পিকের মুখে বারংবার শোনা গিয়েছিল ২০২৪-এ বিজেপিকে হটানোর কথা। তবে তাঁর বিজেপি বধের ফর্মুলাতে রয়েছে তৃণমূল, টিআরএস, ডিএমকের মতো আঞ্চলিক দল। সঙ্গে রয়েছে কংগ্রেসও। যদিও কংগ্রেসের সঙ্গে তাঁর সম্পর্কে ছেদ পড়েছে সম্প্রতি। এই আবহে পিকে-র সঙ্গে তৃণমূলের সম্পর্ক বজায় রয়েছে বলে জানালেন তৃণমূল সুপ্রিমো।