২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত পলাশিপাড়ার বিধায়ক ছিলেন তাপস সাহা। অভিযোগ, সেই সময় সরকারি চাকরির টোপ দিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা হাতিয়ে নেন তাঁর আপ্ত সহায়ক। সেই ঘটনায় ওই আপ্ত সহায়ক-সহ তিনজনকে গ্রেফতার করা হয়। তবে বিধায়ক তাপস সাহা জানিয়ে দিলেন, তাঁর আপ্ত সহায়ক নেই। ধৃত প্রবীর কয়াল তাঁর ঘনিষ্ঠ। তাঁদের দীর্ঘদিনের পরিচিতি।
তাপস সাহার কথায়, ‘আমার আপ্ত সহায়ক তো কেউ ছিল না, কোনও দিনই ছিল না। প্রবীরের সঙ্গে পরিচয় ছিল। ও ছোট ভাইয়ের মতো। আমার তো এরকম হাজার হাজার ভাই আছে। কেউ যদি দোষ করে থাকে, আইন তার যা ব্যবস্থা নেওয়ার নেবে। আমার বিধানসভার মধ্যে প্রবীর থাকত। ওর সঙ্গে আমার পরিচয়ও আছে। কিন্তু শ্যামল বা অন্য কারও সঙ্গে আমার পরিচয় নেই। আমি বলতে পারব না।’