আসাম পুলিশের মহিলা কনস্টেবলের শ্লীলতাহানি, হামলার অভিযোগ সংক্রান্ত মামলায় শুক্রবার জামিন পাওয়ার পর জিগনেশ মেভানি বলে দিলেন, ‘মোদীর বিরুদ্ধে টুইট করে আমি গর্বিত’। অর্থাৎ ঝুঁকেগা নেহি।
নরেন্দ্র মোদী সম্পর্কে আপত্তিকর টুইটের অভিযোগে দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে গুজরাত থেকে জিগনেশকে গ্রেফতার করে আসাম পুলিশ। ২৫ এপ্রিল সেই মামলায় জামিন পাওয়া মাত্রই মহিলা কনস্টেবলের শ্লীলতাহানি মামলায় তাঁকে ফের গ্রেফতার করে পুলিশ। আসামের আদালতে জামিন পাওয়ার পর জিগনেশ শাসক বিজেপি তাঁর বিরুদ্ধে ‘মামলা সাজাতে’ একজন মহিলাকে ‘ব্যবহার করেছে’ বলে অভিযোগ করেন। বলেন, আমার গ্রেফতারর কোনও মামুলি ব্যাপার নয়। নিশ্চয়ই প্রধানমন্ত্রীর দফতরের (পিএমও) রাজনৈতিক দাদাদের নির্দেশে তা করা হয়েছে।
প্রধানমন্ত্রীকে নিয়ে যে টুইট ঘিরে এত কাণ্ড, সে ব্যাপারে রীতিমতো বুক ঠুকে জিগনেশের সোজাসাপ্টা দাবি, আমি এখনও ওই টুইটের জন্য গর্বিত। টুইটে আমি মূলতঃ প্রধানমন্ত্রীকে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার মধ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আবেদনই করেছিলাম। দেশের একজন নাগরিক হিসাবে নিশ্চয়ই শান্তিশৃঙ্খলা রক্ষার দাবি জানানোর অধিকার আমার আছে। একজন আইনপ্রণেতা হিসাবে আমাদের কী কর্তব্য? জনগণকে শান্তি বজায় রাখতে বলা। তাই ঠিক সেটাই আমি করেছি। আর দ্বিতীয় মামলায় ওরা একজন মহিলাকে কাজে লাগিয়ে মামলা সাজাতে গল্প ফেঁদেছে। এই সরকার এমন ভীতু যে আমার বিরুদ্ধে একজন মহিলাকে নামাতে হল!