বর্তমানে তড়তড়িয়ে বাড়ছে পারদের অঙ্ক। তাতে নাজেহাল সাধারণ মানুষ। গ্রীষ্মের দাবদাহে প্রায় গলদঘর্ম অবস্থা। উপরন্তু সকাল বেলা বেরতে হচ্ছে স্কুল কলেজ নিত্যযাত্রীদের। এমতাবস্থায় মানুষদের সুস্থ রাখতে সারা রাজ্য জুড়ে জল বাতাস বিলি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। গরম পরতেই তড়তড়িয়ে বাড়ছে তাপমাত্রা। রোজ একটু করে বাড়ছে পারদের অঙ্ক। সঙ্গে আবার বেলা বাড়তেই বাতাসে বইছে গরম হওয়া। তাই গরমের চোটে নাজেহাল অবস্থা সাধারণ মানুষদের৷ বাড়ির বাইরে পা দিলেই শরীর পুড়ে যাচ্ছে গরম বাতাসে।
এই কষ্টকর অবস্থা থেকে পথ চলতি সাধারণ মানুষদের কিছুটা বাঁচাতে সারা রাজ্য জুড়ে জল, ও আর এস , বাতাসা বিলি করছে তৃণমূল কগ্রেসের পক্ষ থেকে৷ সারা রাজ্যের বিভিন্ন মোড়ে মোড়ে বিলি করা হচ্ছে জলের বোতল , ও আর এস, বাতাসা ৷ এই কর্মসূচি টানা ৪ থেকে ৫ দিন ধরে চলবে৷
রাজ্যের বিভিন্ন মোড়ে মোড়ে আমরা জলের বোতল , ও আর এস এবং বাতাসা বিলি করছি। তবে ৪ থেকে টানা ৫ দিন চলবে এই কর্মসূচি। সিউড়ীর বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররা উপস্থিত ছিলেন, পাশাপাশি নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন।
সিউড়ি পুরসভার চেয়ারম্যান অঞ্জন কর বলেন, “বর্তমানে তড়তড়িয়ে বাড়ছে পারদের অঙ্ক। তাতে নাজেহাল সাধারণ মানুষ। তাপমাত্রার জেরে উপায় নেই বাড়ি থেকে বেরোনোর। কিন্তু কর্ম ব্যস্ত মানুষদের বেরোতেই হচ্ছে বাড়ির বাইরে। বর্তমানে যে দাবদাহ সেখান থেকেই সাধারণ মানুষদের সুস্থ রাখেতে সারা রাজ্য জুড়ে আমাদের এই কর্মসূচি।