এবার বাংলাভাগের পক্ষে সওয়াল শুভেন্দুর। উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবিকে এবার সিলমোহর দিলেন দক্ষিণবঙ্গেরই পূর্ব মেদিনীপুরের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দল বললেই আলাদা উত্তরবঙ্গ রাজ্যের দাবি সমর্থন করবেন, জানালেন শুভেন্দু অধিকারী। ময়নাগুড়িতে এ কথা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা। এমনকী, জিটিএ চুক্তির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
প্রসঙ্গত, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের কারণে উত্তরবঙ্গে স্কুল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি লিখেছিলেন। পাশাপাশি পৃথক রাজ্যের দাবি সমর্থন করে তিনি বলেন, “দক্ষিণবঙ্গে হাঁচি-কাশি হলে এখানে সব কিছু বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু উত্তরবঙ্গ বিপর্যস্ত হলে দক্ষিণবঙ্গের মানুষদের খুঁজে পাওয়া যায় না। উত্তরবঙ্গের মানুষ যে বার বার আলাদা রাজ্যের দাবি তোলেন, আমি কখনও সে কথা মানিনি। তবে এ ভাবে যদি দক্ষিণবঙ্গের প্রশাসনের দ্বারা উত্তরবঙ্গকে প্রভাবিত বা চালিত হতে হয়, তা হলে আলাদা রাজ্যের দাবি প্রাসঙ্গিক।”