রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী এজেন্টের স্ত্রীর বিরুদ্ধে সার্টিফিকেট জাল করার অভিযোগ উঠল। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বিজেপি নেতা মেঘনাদ পালের স্ত্রী মহুয়া জানা পাল ভুয়ো গ্র্যাজুয়েশন (স্নাতক) সার্টিফিকেট দেখিয়ে তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যাণ্ড রুরাল ডেভলপমেন্ট ব্যাঙ্কে নন্দীগ্রাম শাখায় ম্যানেজার পদে কাজ করছিলেন। সম্প্রতি এই বিষয়টি প্রকাশ্যে আসার পরেই তোলপাড় শুরু হয়েছে।
এই ব্যাঙ্কের ডিরেক্টর তরুণ কান্তি মণ্ডল দাবি করেছেন, ‘২০০২ সালে শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা মেঘনাদ পালের স্ত্রী মহুয়া আমাদের ব্যাঙ্কে গ্রুপ ডি পদে কর্মরত ছিলেন। এরপর ভুয়ো গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দেখিয়ে তিনি ব্যাঙ্কের ম্যানেজার হয়েছেন এবং এখনও নিজের পদে বহাল’!
শুধু তাই নয়, আদৌ মহুয়া কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন কিনা তা জানতে আরটিআই করেন। এই বিষয়ে ব্যাঙ্কের সিইও-র কাছে যথাযথ নিয়ম মোতাবেক আবেদনও জানান তিনি। তরুণ কান্তি মণ্ডলের দাবি, ‘মহুয়াদেবী যে ইউনিভার্সিটির সার্টিফিকেট দেখিয়েছিলেন সেখানে চিঠি দেওয়া হয়েছিল। সেই বিশ্ববিদ্যালয় জানায়, মহুয়া জানা পালকে কোনও সার্টিফিকেট তাঁরা দেননি। এরপরেই বিষয়টি নিয়ে ব্যাঙ্কের চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছি’।