এবার স্বাস্থ্য দফতরে গুরুত্বপূর্ণ রদবদল করল রাজ্য সরকার। সরিয়ে দেওয়া হল রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাকে। তাঁর বদলে রাজ্যের নতুন স্বাস্থ্য অধিকর্তা হিসেবে নিযুক্ত করা হল ডক্টর সিদ্ধার্থ নিয়োগীকে। সূত্রের খবর, বর্তমান অধিকর্তাকে উত্তরকন্যায় বদলি করা হয়েছে।
এর পাশাপাশি, অপসারিত করা হয়েছে হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানকেও। নতুন চেয়ারম্যান হচ্ছেন, ডক্টর সুদীপ্ত রায়। রিক্রুটমেন্ট বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে নির্মল মাজি ও শান্তনু সেনকেও। উল্লেখ্য, ক্ষমতা বাড়িয়ে বোর্ডের সদস্য হয়েছেন রেজাউল করিম। তিনি ইতিপূর্বে পরিবহন দফতরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছিলেন।