গত বছরের বিধানসভা ভোটের আগে দুয়ারে সরকার প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা ইতিমধ্যেই সুপার ডুপার হিট। ভোটবাক্সে এর সুফল পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। আগামী মে মাসের গোড়ায় ফের রাজ্যে দুয়ারে সরকার কর্মসূচী হওয়ার কথা। তবে চলতি পরিস্থিতিতে তা কী ভাবে হবে, তা নিয়ে জল্পনা বাড়ছে প্রশাসনের অন্দরে। কারণ, যে সময় দুয়ারে সরকার হওয়ার কথা, সেই সময়েই (৫মে-৫জুন) সরকারের প্রচার কর্মসূচীর পরিকল্পনা চলছে রাজ্যজুড়ে। তবে আজ, বুধবার সব দফতরের সচিব, জেলাশাসক এবং পুলিশকর্তাদের নিয়ে বৈঠক করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই বৈঠকে বিষয়টি স্পষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে আবহাওয়া সংক্রান্ত বিষয়েও আলোচনা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুল-কলেজের সময় বা গরমের ছুটি নিয়েও কোনও সিদ্ধান্ত নিতে পারে সরকার।
আধিকারিকমহলের একাংশ জানাচ্ছেন, ২০২০ সাল থেকে শুরু হওয়া ‘দুয়ারে সরকার’ কর্মসূচীর গত তিনটি দফায় বহু মানুষ নানা সুবিধা পেয়েছেন। গত দু’টি ‘দুয়ারে সরকার’-এ ‘লক্ষ্মীর ভান্ডার’-এ নাম নথিভুক্ত করার জন্য পৃথক বন্দোবস্ত ছিল। ফলে সেই প্রকল্প-সহ স্বাস্থ্যসাথী, নতুন কৃষকবন্ধু ইত্যাদি প্রকল্পে বেশিরভাগ উপভোক্তার নাম নথিভুক্ত হয়েছে। তাই এ বার হয়তো ‘দুয়ারে সরকার’-এর সঙ্গে যুক্ত হয়ে যাবে তৃণমূল সরকারের সাফল্যের প্রচার কর্মসূচী। পরিকল্পনা রয়েছে, ব্লক-পুরসভা পর্যায় পর্যন্ত সরকারের এত দিনের পদক্ষেপের প্রচার হবে। সঙ্গে, দফতর এবং প্রকল্পগুলির কার্যকারিতাও তুলে ধরতে চাইবে সরকার। এক কর্তার কথায়, ‘যত দূর বোঝা যাচ্ছে, তাতে আগের বারের মতো পুরোদমে হয়তো দুয়ারে সরকার হবে না। দু’টি কর্মসূচি চলবে একযোগে।’ ওই কর্তা মনে করিয়ে দিচ্ছেন, ‘দুয়ারে সরকার’ কর্মসূচী বন্ধ করে দেওয়ার কোনও পরিকল্পনা সরকারের নেই। কারণ, এটা সফল কর্মসূচী। ফলে পরিধি কমলেও তা চলবে।