‘দেশে আচ্ছে দিন এসেছে। বিকাশও হয়েছে। তবে তা কেবল গৌতম আদানির জন্য।’ এবার ঠিক এই ভাষাতেই মোদী সরকারকে বিঁধল কংগ্রেস। আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি ফোর্বস পত্রিকার তালিকায় বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তির তকমা পাওয়ার পরে এমনই কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা মানিকম টেগোর।
ফোর্বস-এর হিসেব অনুযায়ী, শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময়ে আদানির বিভিন্ন সংস্থার শেয়ারের মূল্যের নিরিখে তাঁর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১২,৩৭০ কোটি ডলারে। আমেরিকান বিনিয়োগকারী ওয়ারেন বাফেকে পিছনে ফেলে দিয়েছেন তিনি। ওই নিরিখে বাফের সম্পদের মূল্য এখন ১২,১৭০ কোটি ডলার। আদানি এখন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিও বটে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গৌতম আদানির ঘনিষ্ঠতার ইতিহাস পুরনো। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীনই মোদীর সঙ্গে বিভিন্ন মঞ্চে দেখা যেত আদানি গোষ্ঠীর কর্ণধারকে। ২০১৪ সালের লোকসভা ভোটের প্রচারে মোদী আদানি গোষ্ঠীর দেওয়া বিমান-হেলিকপ্টার ঘুরেছেন বলে দাবি করেছিল কংগ্রেস।