বিজেপির বিরুদ্ধে মুখ খুললেই বিরোধীদের চুপ করাতে কেন্দ্রীয় এজেন্সি-পুলিশ লেলিয়ে দেয় বিজেপি। বারবারই এই অভিযোগ করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দেশের বিরোধী নেতা-নেত্রীরা। ঠিক তেমনটাই দেখা গিয়েছিল জিগনেশ মেওয়ানির ক্ষেত্রেও। গত বৃহস্পতিবার গুজরাতের পালানপুর থেকে আচমকাই গ্রেফতার করা হয়েছিল সে রাজ্যের দলিত নেতা তথা বিধায়ককে। আসামের কোকরাঝাড় জেলায় এক বিজেপি নেতা তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। যদিও সোমবার আসামের আদালত তাঁকে জামিন দেয়। তার কিছুক্ষণের মধ্যেই অপর একটি মামলায় জিগনেশ গ্রেফতার হন। নতুন কোন মামলায় বিধায়ককে গ্রেফতার করা হয়েছে, পুলিশ তা জানায়নি।
এ নিয়ে মোদী সরকারের কট্টর সমালোচক জিগনেশ বলেন, তিনি চক্রান্তের শিকার হয়েছেন। প্রধানমন্ত্রীর অফিস তাঁর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাইছে। জিগনেশের কথায়, ‘বিজেপি ও আরএসএস আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তারা আমার ভাবমূর্তি কলঙ্কিত করতে চায়। ধারাবাহিকভাবে তারা ওই কাজটি করে চলেছে। একসময় তারা রোহিত ভেমুলা ও চন্দ্রশেখর আজাদেরও চরিত্র হনন করেছিল। এখন আমি তাদের টার্গেট হয়েছি।’ অন্যদিকে, কংগ্রেসের অভিযোগ, গুজরাতে ভোটের দিকে তাকিয়েই অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে জিগনেশকে গ্রেফতার করা হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটে বলেন, ‘মোদীজি, আপনি সরকারি ক্ষমতার অপব্যবহার করে বিরোধীদের জেলে পুরতে পারেন। কিন্তু সত্যকে বন্দি করতে পারবেন না।’