একাধিক উসকানিমূলক ভিডিও পোস্ট করে বিতর্কে জড়াল নিজেকে ‘রামভক্ত গোপাল’ বলে পরিচয় দেওয়া নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে গুলি কাণ্ডে অভিযুক্ত যুবক। ভিডিওতে দেখা গিয়েছে, চলন্ত গাড়ির জানলা থেকে বন্দুক উঁচিয়ে স্থানীয়দের আতঙ্কিত করছে এক যুবক। ভিডিওটি শেয়ার করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে নেটিজেনরা।
উল্লেখ্য, গুলিকাণ্ড ছাড়াও হরিয়ানা মহাপঞ্চায়েতে গোপালের বিরুদ্ধে মুসলিম বিরোধী ভাষণ দেওয়ার অভিযোগ উঠেছিল। ওই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। পরে হরিয়ানা হাই কোর্ট জামিনে মুক্তি দেয় তাকে। এদিন বন্দুক দেখিয়ে সংখ্যালঘু অধ্যুষিত একটি অঞ্চলের বাসিন্দাদের আতঙ্কিত করার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। ভিডিওতে দেখা গিয়েছে, চলন্ত গাড়ির জানলা থেকে বন্দুক উঁচিয়ে রাখা হয়েছে। আচমকা যা দেখে ভয়ে পালাচ্ছে শিশু, মহিলা-সহ স্থানীয়রা। অনেকেই ভয়ে জানলা বন্ধ করে দেন। ওই ভিডিও ক্লিপে হিন্দিতে লেখা ছিল ‘গো রক্ষা দল, মেওয়াত রোড’।
প্রকাশ্যে এসেছে আরও একটি বিতর্কিত ভিডিও। সেটিও গোপালের ইনস্টাগ্রাম থেকে আপলোড করা হয়। সেখানে দেখা গিয়েছে, বন্দুক দেখিয়ে এক ব্যক্তিকে জোর করে একটি গাড়িতে তুলছে বেশ কয়েক জন যুবক। ওই ব্যক্তিকে কার্যত চ্যাংদোলা করে গাড়ির পিছনের সিটে তোলা হয়। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘গরু পাচারকারীকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে।’ দু’টি ভিডিওর সঙ্গে আবহসঙ্গীত হিসেবে গান বাজানো হয়েছে। রীতিমতো কায়দা করে বানানো ভিডিও। যা দেখে গোপালের কাজের সমর্থনে উপচে পড়েছে কমেন্ট বক্স।