দেশে করোনার তৃতীয় ঢেউ স্তিমিত। তবে বিশ্বের নানা প্রান্তে রূপ বদলে নতুন শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ছে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন। নতুন করে ফের চোখ রাঙাচ্ছে মারণ ভাইরাস। তবে ভারতের কোভিড পরিস্থিতি এখনও পর্যন্ত মোটের উপর নিয়ন্ত্রণেই রয়েছে। এবার যেমন সপ্তাহের শুরুতেই ফের কমল দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ৫৪১ জন। যা আগের দিনের থেকে ৫২ কম। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৩০ লক্ষ ৬০ হাজার ৭৬।
অন্যদিকে, দৈনিক সংক্রমণের পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৩০ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৪৪। এর ফলে দেশের মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ২২ হাজার ২২৩। আবার, পরিসংখ্যান অনুযায়ী দেশে এখনও পর্যন্ত ৪ কোটি ২৫ লক্ষ ২১ হাজার ৩৪১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৬২ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৭৫ শতাংশ। তবে চিন্তা বাড়িয়েছে দেশের উর্ধ্বমুখী অ্যাকটিভ কেসও। এদিন দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ৫২২। যা আগের দিনের থেকে ৬৪৯ বেশি।