রাজ্যের কোভিড পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণেই রয়েছে। তবে মারণ ভাইরাস বিদায় নেওয়ার পথে এবার ফের নিজের অস্তিত্ব জানান দিচ্ছে মশাবাহিত রোগ। বিগত ২ বছর তেমন দৌরাত্ম দেখা না গেলেও চলতি বছরে চোখ রাঙাচ্ছে ম্যালেরিয়া ও ডেঙ্গু। কিছু জেলায় এর সঙ্গেই রয়েছে আবার কালাজ্বর। তাই ঝুঁকি কমাতে বর্ষার আগেই স্বাস্থ্যদপ্তর ও কলকাতা পুরসভায় তৎপরতা শুরু হয়েছে মশাবাহিত রোগ নিয়ে।
ডেঙ্গু, ম্যালেরিয়া এবং কালাজ্বর নিয়ে গ্রীষ্মের শুরুতেই সতর্ক স্বাস্থ্যভবন। শুক্রবার মশাবাহিত রোগ নিয়ে একটি বৈঠকের পর ঠিক হয়েছে, মশাপ্রবণ সব ক’টি এলাকায় এবার থেকে বাড়ি বাড়ি ঘুরে পরীক্ষা করবেন স্বাস্থ্যকর্মীরা। সার্ভের এলাকা নিয়ে একটি তালিকাও তৈরি হয়েছে। এদিন স্বাস্থ্যভবনের শীর্ষস্থানীয় কর্তারা সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং কলকাতা-সহ বিভিন্ন পুরসভার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে একটি ভিডিও বৈঠক করেন। সেই বৈঠকে স্বাস্থ্যকর্তারা নির্দেশ দিয়েছেন, মশাবাহিত অসুখে রাশ টানতে এখন থেকেই তৎপর হতে হবে সব পক্ষকে।
উল্লেখ্য, মার্চের গোড়ায় কলকাতা-সহ সব জেলাকে নির্দেশ দেওয়া হয়েছিল, নিজের নিজের এলাকায় সবচেয়ে মশাপ্রবণ এলাকা ধরে একটি মানচিত্র তৈরি করতে। সেই মানচিত্র তৈরি হতে দেখা গিয়েছে, কলকাতা ও পাঁচটি স্বাস্থ্যজেলা-সহ মোট ২৮টি জেলায় এমন এলাকার সংখ্যা ৮৭৬টি যার মধ্যে ডেঙ্গু-ম্যালেরিয়ার প্রকোপ তুলনায় বেশি ১৯০টি জায়গায়। এর মধ্যে কলকাতায় রয়েছে ২২টি এবং দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে রয়েছে ৩৮টি করে জায়গা। মূলত এই সব এলাকা থেকেই এবার থেকে বাড়ি বাড়ি ঘুরে সার্ভে ও লার্ভা সংগ্রহের কাজ শুরু করতে বলা হয়েছে।