রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রথম থেকেই আন্তর্জাতিক মঞ্চে নিরপেক্ষ অবস্থান নিয়েছে ভারত। এবার এই যুদ্ধের আবহকে কাজে লাগিয়ে ভারতীয় বাণিজ্যের উন্নতি সাধনের পরামর্শ দিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। একটি প্রতিবেদনে তিনি লিখেছেন, আমদানি এবং রপ্তানি উভয় ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে ভারত। রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা চাপিয়েছে পশ্চিমী দেশগুলি। এহেন পরিস্থিতিতে চীন এবং রাশিয়ার প্রতি নির্ভরতা কমবে বিভিন্ন দেশের। সেই সুযোগেই রাশিয়া-চীনের বিকল্প হিসেবে নিজেকে তুলে ধরতে পারে ভারত। এমনটাই মত মনমোহনের।
তাঁর কথায়, ‘বিশ্বজুড়ে ক্রমাগত মূল্যবৃদ্ধি। বেড়ে যাচ্ছে অশোধিত তেলের দামও। এই পরিস্থিতিতে অনিশ্চয়তা বাড়ছে সারা পৃথিবীতে। যুদ্ধের ফলে পরিবর্তিত এই পরিস্থিতিকে কাজে লাগাতে পারে ভারত। এতে যুব সমাজের জন্যও প্রচুর কর্মসংস্থানের সুযোগ হতে পারে।’ মনমোহন জানিয়েছেন, ভারতের উচিত বাণিজ্যের পক্ষে অনুকূল পরিবেশ তৈরি করা। নিরপেক্ষ অবস্থানকে কাজে লাগিয়ে যুদ্ধরত উভয় পক্ষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। তাঁর মত, ‘ভারতকে নিজের স্বার্থ অনুযায়ী পরিকল্পনা করতে হবে। নিরপেক্ষ বিদেশনীতির সুযোগ নিয়ে বাণিজ্যক্ষেত্রে সুদৃঢ় জায়গা করে নিতে হবে।’