নারী নির্যাতন থেকে শুরু করে খুন, ধর্ষণ— যোগী আদিত্যনাথের আমলে বারবারই সামনে এসেছে উত্তরপ্রদেশে মহিলাদের দুরাবস্থার কথা। যোগী রাজ্যে মহিলা ও শিশুদের ওপর সংঘটিত অপরাধের অন্ত নেই। এবার ফের চূড়ান্ত বর্বর ঘটনার সাক্ষী থাকল ভোটের উত্তরপ্রদেশ। এবার ঘরের পাশ থেকেই গলা কাটা অবস্থায় উদ্ধার করা হল এক কিশোরীর দেহ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হরদোইয়ে। মৃতদেহের পাশ থেকেই উদ্ধার করা হয়েছে একটি রক্তমাখা ছুরি। জানা গিয়েছে, মৃতা কিশোরীর নাম গোল্ডি। হরদোইয়ের জাখওয়া গ্রামের বাসিন্দা তারা। তাঁর বাবা দেশরাজ গ্রামে বেশ পরিচিত।
প্রসঙ্গত, ঘরেই মেয়ে ঘুমিয়ে রয়েছে, এমনটাই জানতেন বাড়ির সবাই। কিন্তু সকালে ঘরে যেতেই দেখলেন, মেয়ের দেখা নেই। খোঁজ করতে বেরবেন, এমন সময়ই নজরে এল ঘরের পাশ থেকে গড়িয়ে আসছে রক্ত। পিছনে যেতেই দেখতে পেলেন ঘরের পাশেই পড়ে রয়েছে গোল্ডির দেহ, রক্তে ভেসে যাচ্ছে গোটা চত্বর। এ নিয়ে পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে, মৃতা কিশোরীর কোনও পরিচিত ব্যক্তিই খুন করেছেন। সম্মান রক্ষার্থে খুন করা হয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। হরদোইয়ের পুলিশ সুপার রাজেশ দ্বিবেদী জানান, বৃহস্পতিবার রাতেই ১৭ বছরের ওই কিশোরীকে খুন করা হয়েছে। তাঁর গলা কেটে খুন করা হয়েছে।