গত কয়েকদিন যাবৎ কলকাতার এস এস কে এম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখনও নানাবিধ পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাঁকে। কথা হচ্ছে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, অণ্ডকোষের সমস্যার কারণে বর্তমানে তাঁকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। রক্তে শর্করার মাত্রা এখনও খানিক বেশি। উচ্চ রক্তচাপ রয়েছে কিন্তু তা আপাতত নিয়ন্ত্রণে। শ্বাসকষ্টের জন্যে অক্সিজেন দেওয়া হচ্ছে মাঝে মধ্যে। তবে চিকিৎসকদের সূত্রে পাওয়া খবর অনুযায়ী আজই ছাড়া হবে না অনুব্রতকে।
জানা গিয়েছে, তাঁর সিটি স্ক্যান করা হতে পারে আজই। তবে চিকিৎসকদের সূত্রে পাওয়া খবর অনুযায়ী সিটি স্ক্যান মেশিনে ঢুকতে ভয় পাচ্ছেন বীরভূমের এই দাপুটে নেতা। প্রসঙ্গত, গত ৬ এপ্রিল চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সোজা এসএসকেএম হাসপাতালে যান অনুব্রত। সেখানে উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তিনি। শ্বাসকষ্ট সহ তাঁর একাধিক সমস্যা রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়। সেইসঙ্গে রয়েছে অণ্ডকোষের সমস্যা। শ্বাসকষ্টের সমস্যা কী থেকে হচ্ছে তা জানার জন্য বুধবার সিটি অ্যাঞ্জিওগ্রাম পরীক্ষা করানো হয়। এর জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় ভবানীপুরে এসএসকেএমেরই শাখা রামরিক দাস হাসপাতালে। এসএসকেএম সূত্রে দাবি, অনুব্রত মণ্ডলের এখনও শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। এছাড়াও একাধিক শারীরিক সমস্যা রয়েছে তাঁর।
