মঙ্গলবার আইপিএলের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরেছে তাঁর টিম। তবে এদিন টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যক্তিগত নজির গড়লেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টি ফরম্যাটে দ্রুততম ৬০০০ রানের মালিক হলেন তিনি। ভাঙলেন বিরাট কোহলির রেকর্ড। বেঙ্গালুরুর বিরুদ্ধে ৩০ রান করেন রাহুল। সেই সঙ্গে টি-টোয়েন্টিতে ১৬৬ ইনিংসে ৬০০০ রান পেরিয়ে গেলেন তিনি। বিরাটের ৬০০০ রান পূর্ণ করতে লেগেছিল ১৮২ ইনিংস।
উল্লেখ্য, সারা বিশ্বে রাহুল তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টিতে ৬০০০ রান করেছেন। এই তালিকায় শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেল। দ্বিতীয় স্থানে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে ২০০-র কম ইনিংসে ৬০০০ রান করেছেন রাহুল ও বিরাট। তাঁরা ছাড়া তালিকায় বাকিদের এই রান করতে ২০০-র বেশি ইনিংস লেগেছে। তাঁরা হলেন শিখর ধাওয়ান (২১৪), সুরেশ রায়না (২১৭) ও রোহিত শর্মা (২২৮)।
