অতিমারি পরিস্থিতির কারণে গত দু’বছর প্রায় স্তব্ধ ছিল গোটা রাজ্য তথা দেশ। বন্ধ ছিল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনও। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই করোনা আতঙ্ক কাটিয়ে চলতি বছর ফের বসল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর। আজ, বুধবার থেকেই শুরু হয়ে গেল দুই দিন ব্যাপী এই শিল্প সম্মেলন। এদিন উদ্বোধনী মঞ্চেই শিল্পক্ষেত্রে মোটা অঙ্কের বিনিয়োগ প্রস্তাব এসেছে। আদানি, জিন্দল, টাটা, হীর নন্দানি, গোয়েঙ্কা-সহ একাধিক গোষ্ঠীর শিল্পপতিরা হাজির এই মঞ্চে। সকলের মুখেই বাংলার বাণিজ্য পরিকাঠামোর প্রশংসা এবং বিনিয়োগের আগ্রহ। শিল্পে বিনিয়োগের পাশাপাশি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে এবার বিশ্বের বৃহত্তম মন্দির তৈরির প্রস্তাব দিলেন বিশিষ্ট শিল্পপতি সজ্জন জিন্দাল। বললেন, মায়াপুরে ৭০০ একর জমি পাওয়া গিয়েছে। সেখানেই তৈরি হবে বিশ্বের বৃহত্তম মন্দির।
বুধবার দুপুর নাগাদ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পপতিরা একে একে বক্তব্য রাখেন। বাংলায় বিনিয়োগের জন্য নিজেদের আগ্রহ প্রকাশ করেন। এই মঞ্চেই শিল্পপতি সজ্জন জিন্দাল বলেন, ‘মায়াপুরে ৭০০ একর জমিতে বিশ্বের সর্ববৃহৎ মন্দির তৈরি হতে চলেছে।’ জানা গিয়েছে, রাজ্যের তরফেই ৭০০ একর জমি দেওয়া হয়েছে রাজ্যের তীর্থক্ষেত্র মায়াপুরে। সেখানেই বিশাল মন্দির তৈরি হতে চলেছে। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় মন্দিরের তকমা রয়েছে কম্বোডিয়ার আঙ্কোরভাট মন্দিরের। প্রচুর কারুকাজে সুসজ্জিত মন্দিরটি সত্যিই এক বিস্ময়। তবে মায়াপুরের মন্দির তাকেও ছাপিয়ে যেতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।
