অতিমারি পরিস্থিতির কারণে গত দু’বছর প্রায় স্তব্ধ ছিল গোটা রাজ্য তথা দেশ। বন্ধ ছিল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)-ও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই করোনা আতঙ্ক কাটিয়ে চলতি বছর ফের বসল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর। আজ, বুধবার থেকেই শুরু হয়ে গেল দুই দিন ব্যাপী এই শিল্প সম্মেলন। আর প্রশাসনিক ও রাজনৈতিক বিষয়ে পারস্পরিক মতান্তরকে দূরে সরিয়ে রেখে তাতে দেখা গেল নয়া সমীকরণ। সৌজন্যের নয়া দৃষ্টান্ত তৈরি হল বাণিজ্য মঞ্চে। সম্মেলনে উপস্থিত অতিথিদের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী পরিচয় করিয়ে দেওয়ার পর রাজ্যের অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র ঘোষণা করেন, এখন মহামান্য রাজ্যপাল জগদীপ ধনকর উদ্বোধনী বক্তৃতা দেবেন।
এটা যে পূর্ব নিধারিত ছিল না তা রাজ্যপালের প্রাথমিক প্রতিক্রিয়াতেই স্পষ্ট। অমিত মিত্র ঘোষণা করার পর, রাজ্যপাল তাঁর দিকে তাকিয়ে বলেন, আমি বলব? অমিত মিত্র বলেন, ইয়েস! এদিন রাজ্যপাল বলেন, যে কোনও জায়গায় বিনিয়োগ আসার কিছু পূর্ব শর্ত রয়েছে। যেখানে রাজনৈতিক স্থিতাবস্থা থাকে, দায়িত্বশীল ও স্বচ্ছ প্রশাসন থাকে এবং আইনের শাসন বজায় থাকে, সেই জায়গা সব সময়েই বিনিয়োগের পক্ষে সহযোগী। আমার আশা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নেতৃত্বে সেই পরিবেশ থাকবে এবং তাঁর নেতৃত্বে রাজ্য আরও এগিয়ে যাবে। উল্লেখ্য, এবারের বাণিজ্য সম্মেলনকে ঘিরে রাজ্য তথা দেশের শিল্প মহলে কম আগ্রহ ছিল না। সকলেরই কৌতুহল ছিল যে শিল্প মঞ্চে কোন কোন শিল্পপতি ও উদ্যোগপতি উপস্থিত থাকবেন। সেদিক থেকে উদ্বোধনী মঞ্চ দেখা গেল নক্ষত্রখচিত। শিল্পপতি গৌতম আদানি সহ বিশিষ্ট শিল্পপতিরা উপস্থিত ছিলেন মঞ্চে।
