গোটা দেশ জুড়েই চলছে গরমের দাপুটে ইনিংস। রোদের তেজ দিনের পর দিন বেড়েই চলেছে। একদিকে যেমন দিল্লী সহ উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে গরমের দাবদাহে একেবারে জেরবার অবস্থা সাধারণ মানুষের। তেমনি পূর্ব ভারতেও গরম এবং লু-এর কারণে একেবার ত্রাহি ত্রাহি অবস্থা৷ তবে এরই মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়ে গেছে৷ আর এর কারণে এবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভবনা তৈরি হয়েছে৷ জানা গিয়েছে, এই ঝঞ্ঝা দানা বাঁধলেই আগামী দু দিনের জন্য আকাশে মেঘ করে থাকবে৷ কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে৷ ২০ থেকে ৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বয়ে যাবে৷
অন্যদিকে, আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার বাংলার দক্ষিণের জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়া থাকবে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে। তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আবার, উত্তরবঙ্গে বৃষ্টি চলবে, শিলাবৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে৷ শুধু তাই নয়। আজ না হলেও কাল থেকে সপ্তাহান্তের মধ্যেও কালবৈশাখী বয়ে যাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। এদিকে, হরিয়ানা, দিল্লী, পাঞ্জাব, দক্ষিণ উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড কিছু এলাকায় লু বইবে৷ পাঞ্জাব ও উত্তর পশ্চিম রাজস্থান কিছু এলাকায় বজ্রবিদ্যুতের সঙ্গে বৃষ্টি হবে৷ পাশাপাশি কয়েকদিন ধুলোর আঁধিও চলবে৷ হবে শিলাবৃষ্টিও৷ এমনটাই পূর্বাভাস।