গত বছরের ৩ অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে বিক্ষোভরত কৃষকদের পিষে দিয়ে চলে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের। ঘটনায় মৃত্যু হয়েছিল মোট আট জনের। যা নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা দেশ। জানা গিয়েছিল, গাড়িটি চালাচ্ছিলেন খোদ মন্ত্রীপুত্র আশিস। এবার ফের শিরোনামে উত্তরপ্রদেশের লখিমপুর খেরি। আবারও ‘বিধায়ক’ স্টিকার লাগানো গাড়ি চাপা দিল বাইক আরোহী দুই ভাইকে। গাড়িটি স্থানীয় বিজেপি বিধায়ক যোগেশ বর্মার বলে অভিযোগ। ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু। গাড়ি সমেত চালককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে লখিমপুরের সদর কোতোয়ালির রামপুরা এলাকায়।
উল্লেখ্য, এদিনই লখিমপুর খয়েরি মামলায় মূল অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রর জামিন খারিজ করেছে সর্বোচ্চ আদালত। আগামী সাত দিনের মধ্যে তাকে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। লখিমপুর খেরির ঘটনায় মন্ত্রী-পুত্র আশিস মিশ্রর জামিনের নির্দেশ বাতিল করে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এন ভি রমনার নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ সোমবার কড়া রায় দিল লখিমপুরের ঘটনায়। ফলে নতুন করে বিপাকে পড়লেন মন্ত্রী অজয় মিশ্রর ছেলে। চলতি বছরের ফেব্রুয়ারিতে আশিসকে জামিনের নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট।
