তাঁর উদ্দেশে মানহানিকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, তাঁকে ‘বাপের ত্যাজ্যপুত্র’ বলে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা। যা মানহানিকর। আজ ১৯ নম্বর মেট্রো পলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে মামলার শুনানিতে আসেন কুণাল। সেখানে তাঁর বক্তব্য শোনার পর শুভেন্দুকে ২০ মে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারক।
প্রসঙ্গত, ২০২০ সালের ডিসেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। কাঁথির অধিকারী পরিবারের মেজো ছেলে গেরুয়া শিবিরে যাওয়ার পরই তৃণমূল তাঁকে তীব্র আক্রমণ শুরু করে। পালটা জবাব দেন শুভেন্দুও। এই কথার লড়াইয়ের মধ্যেই শুভেন্দুর একটি মন্তব্যকে মানহানিকর বলে অভিযোগে মামলা করেছেন কুণাল।
পৌরসভা নির্বাচনের সময় কাঁথিতে গিয়ে শুভেন্দুকে আক্রমণ করেছিলেন কুণাল। পরে সাংবাদিকরা কুণালের প্রসঙ্গে জিজ্ঞাসা করলে নাম না করে তাঁকে ‘বাপের ত্যাজ্যপুত্র’ বলে কটাক্ষ করেন শুভেন্দু। তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মানহানির মামলা করেছেন কুণাল। আজ সেই মামলার শুনানিতে ১৯ নম্বর মেট্রো পলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে আসেন কুণাল। শুনানির শেষে শুভেন্দুকে ২০ মে আদালতে হাজিরার নির্দেশ দেন বিচারক।