তৃণমূলের বুথ কমিটির কোষাধ্যক্ষ মঙ্গল প্রামাণিককে পিটিয়ে খুন করলেন বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরে। খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন বিজেপি কর্মী দেবাশিস প্রমাণিক। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওই এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে মঙ্গল মাছের আড়তে কাজে যাচ্ছিলেন। অভিযোগ তখনই ধারালো অস্ত্র, বাঁশ নিয়ে তাঁর ওপর হামলা চালান দেবাশিস। রাস্তায় ফেলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মঙ্গল প্রামাণিক। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরে বিষ্ণুপুর থানার পুলিশের কাছে আত্মসমর্পণ করে অভিযুক্ত।
বিষ্ণুপুরের ২২২ নম্বর বুথের কোষাধ্যক্ষ ছিলেন মঙ্গল। অভিযুক্ত দেবাশিস প্রামাণিক এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। এলাকার বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে রাজনৈতিক কারণেই গন্ডগোল চলছিল। বছরখানেক আগে মঙ্গলের ভাইজিকে বিয়ে করে দেবাশিস। কিন্তু বিয়ের পরেও গন্ডগোল মেটেনি। গতকাল সন্ধ্যায় দুই পরিবারের মধ্যে ফের গন্ডগোল হয়। তারপর এদিন সকালে এই ঘটনা।
মৃতের মা বলেন, ‘আগের বছর থেকেই দল দল করে ঝামেলা শুরু করেছে। আগেও ওকে মেরেছিল। আমি রুখে দাঁড়িয়েছিলাম। বলেছিলাম মারিস না ওকে, মারলে মরে যাবে। আমিও আমার ছেলেকে মারধর করতে বারণ করতাম। কিন্তু রবিবার ওই এসে গালাগালি শুরু করে। উত্ত্যক্ত করেছিল আমার ছেলেকে। ও মেরে দেয় তখন। তখনকার মতো ব্যাপারটা মিটেও যায়। কিন্তু প্রতিশোধ নিল ওই ছেলে’।