দুই কেন্দ্রে জয়ের পর নাম না করে বিজেপিকে তোপ দাগলেন অভিষেক। টুইটে লিখলেন, ‘ঘৃণা থেকে মুক্তির দিকে এককদম এগোল দেশ’। অর্থাৎ অভিষেক বোঝাতে চেয়েছেন, এই দুটি উপনির্বাচন আসলে চব্বিশের বড় লড়াইয়ের নেট প্র্যাকটিস ছিল।
বালিগঞ্জে বাবুল সুপ্রিয় ও আসানসোলে শত্রুঘ্ন সিনহার সমর্থনে দুটি রোড শো করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই রোড শো শেষে দু’জায়গাতেই বক্তৃতা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছিলেন, এই নির্বাচন আসলে দেশ থেকে বিজেপিকে তাড়ানোর বৃহত্তর লড়াইয়ের অংশ। শনিবার দুই উপনির্বাচনে জয়ের পর সেটাই ফের একবার বললেন অভিষেক।
এদিন টুইটে অভিষেক লিখেছেন, ‘ঘৃণা থেকে মুক্তির দিকে এককদম এগোল দেশ। আপনাদের আশীর্বাদ ও ভালবাসা নিয়ে আমরা আমাদের প্রতিশ্রুতি পালন করব’।
বালিগঞ্জে বাবুলকে প্রার্থী করার ব্যাপারে অভিষেকেরই বড় ভূমিকা ছিল বলে মত তৃণমূলের অনেকের। গোটা নির্বাচনে বিজেপি থেকে আসা বাবুলের বিরুদ্ধে বিরোধীদের সমালোচনাও ছিল প্রবল। সেখানে ব্যবধান কমলেও স্বচ্ছন্দেই জিতেছেন বাবুল। আবার অভিষেক সাধারণ সম্পাদক থাকাকালীনই প্রথম বার আসানসোল জয়ের স্বাদ পেল তৃণমূল।