বিজেপির জোটসঙ্গীর মুখেই কিনা শোনা গেল রামচন্দ্র ভগবান নন, কেবল এক কাল্পনিক চরিত্র! হ্যাঁ এমনই বলেছেন, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি। তাঁর কথায়, ‘রাম ভগবান নন, বাল্মীকির তৈরি চরিত্র’। পাশাপাশি ব্রাক্ষ্মণদেরও একহাত নেন তিনি।
বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেন জিতন। সেখানে তিনি বলেন, ‘আমি মনে করি না রামচন্দ্র ভগবান ছিলেন। তিনি বাল্মিকির রামায়ণ এবং তুলসীদাসের রামচরিতমানসের একটি কাল্পনিক চরিত্র। এই দু’টি বই থেকেই মূল্যবান নীতিশিক্ষা পাওয়া যায়’। এই বক্তব্য থেকেই বিতর্কের সূত্রপাত।
বিজেপির পক্ষ থেকে বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং রাজ্যসভা সাংসদ সুশীল কুমার মোদী বলেছেন, ‘নিজেকে শবরীর বংশজাত বলে দাবি করেন জিতন রাম। সেই তিনিই কিনা শবরী যাঁর আরাধনা করেছিলেন, সেই রামচন্দ্রের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছেন। এটা অত্যন্ত হাস্যকর’।
বিহারের রাজ্য বিজেপির মুখপাত্র নিখিল আনন্দ জানিয়েছেন, মাঝি কি নাস্তিক? যদি তিনি কোনও ঈশ্বরে বিশ্বাস করেন, তাহলে সেই ঈশ্বর কে’? বিজেপির তরফ থেকে আরও বলা হয়েছে, এক দৈবিক সত্ত্বাকে এভাবে অপমান করলে আখেরে অভিশাপ নেমে আসবে। জিতন রাম কোন ধর্ম মেনে চলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।