এবার তৃণমূল করার অপরাধে হাতের তিনটি আঙুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে বর্ধমানের হীরাপুরে।
তৃণমূল কর্মী মহেন্দ্র যাদবের অভিযোগ, আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের থেকে পর সন্ত্রাস শুরু হয়েছে হীরাপুরে। তাঁর ছেলে মনীষ যাদব তৃণমূল কর্মী। প্রত্যেক দিন তৃণমূল পার্টি অফিসে বসেন। বুধবার রাতে পার্টি অফিসে ক্রিকেট খেলা দেখে বাড়ি ফিরেছিলেন। সেই সময় কয়েকজন বিজেপি সমর্থক তলোয়ার নিয়ে মনীষের উপর হামলা চালায় বলে অভিযোগ। তখনই তাঁর হাতের তিনটি আঙুল কেটে নেওয়া হয় বলে জানিয়েছেন মহেন্দ্র। মহেন্দ্রবাবুর দাবি, তাঁর ছেলে তৃণমূল করে বলেই এই হামলা করা হয়েছে।
ঘটনাটি জানার পর আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় জানান, নির্বাচনের আগে বিজেপি আসানসোল শহরকে অশান্ত করতে চাইছিল। নির্বাচনের পরেও এলাকার শান্তি নষ্ট করতে চাইছে। তাঁদের দলীয় এক কর্মীর উপর এমন হামলা করার অভিযোগ তিনি নির্বাচন কমিশনের কাছে জানাবেন বলেও জানিয়েছেন পুরনিগমের চেয়ারম্যান। পাশাপাশি তিনি দলীয় কর্মীদের শান্ত থাকতে আবেদন করেছেন। এই ঘটনায় এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি বিজেপি।