সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুটবল ক্লাবের পথ চলা শুরু হল পয়লা বৈশাখে। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব পথ চলতে শুরু করল এদিন থেকেই। শুক্রবার সকালে মহেশতলার বাটা স্টেডিয়াম মাঠে ক্লাবের উদ্বোধন উপলক্ষে হাজির ছিলেন স্বয়ং সাংসদ। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব ফুটবল-পাগল বাঙালিদের মন জয় করবে বলেই মনে করছেন সাধারণ মানুষ।
এদিন শুরুতেই খুঁটি পুজোয় বসেন অভিষেক। এরপর লঞ্চ করা হয় ক্লাবের জার্সি ও লোগো। সেইসঙ্গেই দেওয়া হয় ক্লাবের নতুন স্লোগান, ‘দমদার হারবার’। তৃণমূল সাংসদ বলেন, ‘শুভদিনে যাত্রা শুরু করল আমাদের ক্লাব। সবার আশীর্বাদ নিয়ে পথ চলতে শুরু করল। ২০১৯ সালে ঘোষণা হয়েছিল এই ক্লাবের। ২০১৭ সাল থেকে এমপি কাপ শুরু হয়। প্ৰতিভার খোঁজ করতেই আমরা এই ক্লাব তৈরি করেছি। সবাইকে স্বাগত জানাচ্ছি। জাতি ধর্ম নির্বেশে সবাই সহযোগিতা করুন।’
সাংসদ অভিষেক বললেন, ‘শুভ নববর্ষের এই পবিত্র দিনে আমাদের স্বপ্নের ক্লাব আজ যাত্রা শুরু করল। ডায়মন্ড হারবারের প্রত্যেক মা-ভাই-বোনেদের আমি ধন্যবাদ জানাই। ২০১৯ সালে আমি ঘোষণা করেছিলাম খুব শীঘ্রই একটি ক্লাব শুরু করব। ২০১৭ সাল থেকে এমপি কাপ শুরু করেছি। আমি লক্ষ্য করেছিলাম যে ধরনের প্রতিভা এই গ্রাম বাংলায় রয়েছে, তাদের জন্য সঠিক প্ল্যাটফর্ম করতে না পারি, তাদের প্রতিভার বিচার যদি সঠিক ভাবে করতে না পারি, তাদের প্রতিভাকে উন্নত থেকে উন্নত মানে পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রতিপালন করতে না পারি, তাহলে আমি মনে করি আমাদের দায়বদ্ধতা, দায়িত্ব থেকে নিজেদের সরিয়ে রাখছি’।