গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন ঘটনাকে সামনে রেখে বাংলায় ৩৫৬ প্রয়োগের দাবি তুলেছে বিজেপি। এবার এই নিয়ে গেরুয়া শিবিরকে একহাত নিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কটাক্ষ করে তিনি বলেন, ‘ভোটে হেরে এখন ৩৫৬ চাইছে’।
রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কথায়, ‘ভোটে হেরে গিয়ে এরা রাষ্ট্রপতি শাসন চায়। প্রতিটি ভোটে পর্যুদস্ত হচ্ছে। আগলে বার ২০০ পার বলে ১০০ পার করতে পারছে না। তারপর একটাই তো থাকে, গায়ের জোরে ফতোয়া দেওয়া, হুকুম দেওয়া, খাপ পঞ্চায়েত বসানো। বিজেপি যা করে থাকে’।
সঙ্গে তিনি যোগ করেন, ‘সেটার একটা অনুসারী হিসাবে তারা ৩৫৫ বা ৩৫৬ কিছু একটা ধারা আছে বলে জানে। তাই এসব বলছে। এখন আমার মনে হয় না ভারতবর্ষ বা বাংলা খুব নরম ঘাঁটি। বাংলায় এসব করতে আসলে বাংলার মানুষ এখানে বিজেপিকে দুরমুশ করে দেবে’।