বুধবার সকালে একাধিক সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। হাসপাতাল সূত্রে খবর, বীরভূমের দাপুটে নেতার দু’টি অণ্ডকোষের অবস্থাই নাকি খারাপ। তা ফুলে গিয়েছে এবং রসও নির্গত হচ্ছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার অনুব্রতকে দেখতে এসএসকেএমে এলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়।
একাধিক সমস্যা নিয়ে আপাতত এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। মঙ্গলবার তাঁর জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকেরা বৈঠক করেন। হাসপাতাল সূত্রে খবর, অনুব্রতের অণ্ডকোষে সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে চিকিৎসা শুরু করেছে মেডিক্যাল বোর্ড। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে এখনই অস্ত্রোপচারের প্রয়োজন নেই।
বৃহস্পতিবার বিকেলে শতাব্দী আসেন এসএসকেএমে। সোজা চলে যান উডবার্ন ওয়ার্ডে। সেখানেই ভর্তি অনুব্রত।
