এবার কেন্দ্রের কাছে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস’র তালিকায় নাম উঠে গেলেও কেন মিলছে না আধার কার্ড? মোদী সরকারের কাছে জবাব চাইল শীর্ষ আদালত। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার এমপি তথা অসমের বাসিন্দা সুস্মিতা দেবের এক আবেদনের ভিত্তিতেই সোমবার কেন্দ্রকে এই নোটিশ পাঠিয়েছে আদালত। আগামী মে মাসে মামলার ফের শুনানি হবে। তার মধ্যে কেন্দ্রকে তার বক্তব্য জানাতে হবে।
প্রসঙ্গত, বিগত ২০১৯ সালের আগস্ট মাসে অসমে যে এনআরসির তালিকা প্রকাশ হয়েছে, তার মধ্যে অনেকেই আধার কার্ড পাননি। আর তা না পাওয়ায় সরকারি বিভিন্ন সুবিধা থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন বলেই দাবি। তাই তাঁদের দ্রুত আধার কার্ড দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেছেন তৃণমূল এমপি। তারই শুনানিতে বিচারপতি উদয় উমেশ ললিত, এস রবীন্দ্র ভাট এবং পি এস নরসিমার বেঞ্চ কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছেন।