ঘটনার কথা প্রকাশ্যে আসতেই রিপোর্ট তলব করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই হল কাজ। এবার পুলিশি তৎপরতায় রাতারাতি গ্রেফতার করা হল বোলপুর আদিবাসী তরুণীর ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বাবা-সহ মোট চারজন। মঙ্গলবার তাদের বোলপুর মহকুমা আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী রিপোর্ট তলব করতেই রাতে বোলপুর থানায় ছুটে আসেন জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী। বোলপুর থানার আইসি-সহ একাধিক পদাধিকারীদের সঙ্গে বৈঠক সারেন তিনি। ঘটনার বিস্তারিত তথ্য জানতে চান। এর পর অভিযুক্তদের খোঁজে রাতভর চলে ধরপাকড়। প্রথমে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরে বাবা-সহ বাকি তিনজনকেও গ্রেফতার করে পুলিশ।