মঙ্গলবার বালিগঞ্জের পাশাপাশি উপনির্বাচন আসানসোল লোকসভা কেন্দ্রেও। মোটের উপর শান্তিপূর্ণ ভোটই হচ্ছে সেখানে। তবে এদিন বারাবনিতে তাঁর গাড়িতে ভাঙচুরেরও পাশাপাশি আরও বেশ কিছু অনিয়মের অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। যদিও এই অভিযোগের প্রেক্ষিতে তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা বলেন, ‘ভোট ভাল হচ্ছে।’ আসানসোলে জয়ের বিষয়ে একশো শতাংশ নিশ্চিত বিহারিবাবু দাবি করেন, ভোটে হেরে যাওয়ার ভয় থেকেই ভুয়ো দাবি করছে বিজেপি।
অন্যদিকে, এদিন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটে বাধা দেওয়ার অভিযোগ তোলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাঁর অভিযোগ, সকাল থেকেই বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনী ভোটারদের ভয় দেখাচ্ছে, প্রভাবিত করছে। তাঁর আরও অভিযোগ, বৈধ ভোটারদের নানা অজুহাতে ভোট দিতে বাধা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এর পাশাপাশি বিজেপির বিরুদ্ধে তাঁর অভিযোগ, প্রচুর বহিরাগতকে বিজেপি জড়ো করেছে খনি অঞ্চলে। ঝাড়খণ্ড-বিহারের নম্বরের প্রচুর দামি গাড়ি সকাল থেকে ঘুরে বেড়াচ্ছে গোটা খনি অঞ্চলে।