রাফাল দুর্নীতি ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ খুলে ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সে সময় প্রায় প্রতিটি সভা থেকেই এই স্লোগান দিতে শোনা গিয়েছিল কংগ্রেস নেতাকে। এবার সেই স্লোগানই শোনা গেল প্রতিবেশী দেশ পাকিস্তানে! অনাস্থা ভোট এনে ইমরান খানের সরকার ফেলে দেওয়ার পর সেনাকে আক্রমণ করে এই স্লোগান উঠল পাঞ্জাব প্রদেশের লাল হভেলিতে।
শনিবার অনাস্থায় ইমরান খান সরকার পতনের পর রবিবার লাল হভেলিতে জড়ো হয়েছিলেন তেহরিক-ই-ইনসাফের নেতা-কর্মীরা। সেখানে ইমরানের ক্যাবিনেটের প্রাক্তন মন্ত্রী শেখ রশিদ বক্তৃতা করতে উঠতেই স্লোগান ওঠে ‘চৌকিদার চোর হ্যায়’। তাঁদের অভিযোগ, পাক সেনার অভিসন্ধিতেই ইমরানের প্রধানমন্ত্রিত্ব গিয়েছে।
ভাইরাল হওয়া ভিডিয়োয় তেহরিক-ই-ইনসাফ নেতা রশিদকে বলতে শোনা যায়, ‘যদি দেশকে বাঁচাতে চান, তবে রাতের অন্ধকারে নয়, দিনের আলোয় সিদ্ধান্ত নিন।’ কর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “২৯ তারিখ ইদের দিন তৈরি থাকুন। লাল হভেলি থেকেই ‘জেল ভরো’ আন্দোলন শুরু করব আমরা। আমি নিজে করাচি থেকে এর নেতৃত্বে থাকব। আমরা সব সিন্ধিদের বলছি, ‘তোমরা চোর, ডাকাত’।”