হাঁসখালি ধর্ষণ-কাণ্ড নিয়ে শাসক দল যে একেবারেই উদাসীন নয়, এবার তা স্পষ্ট বুঝিয়ে দিলেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। হাঁসখালিতে ঠিক কী হয়েছিল এবং স্থানীয় দলীয় নেতাদের এই ঘটনায় কী ভূমিকা রয়েছে তা জানতে এবার রাণাঘাট সাংগঠনিক জেলার সভাপতিকে ফোন করে রিপোর্ট তলব করলেন তিনি।
এই প্রসঙ্গে পার্থ জানিয়েছেন, ‘আমি জেলা সভাপতি রত্না কর ঘোষকে ফোন করেছিলাম। ফোন করে আমি তাঁকে বলেছি যে, ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ আমাকে জানাতে।’ শুধু তাই নয়। এর পাশাপাশি স্থানীয় নেতাদের নিয়ে দলীয় স্তরে তদন্ত শুরু হয়েছে বলেও তৃণমূল সূত্রে জানা গিয়েছে।