এই বছর কিছুটা ফিটমেন্ট ফ্যাক্টর বাড়বে। এমনটাই আশা ছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের। তবে সেই আশায় জল ঢেলে দিল মোদী সরকার। জানা গিয়েছে, ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি নিয়ে এই মুহূর্তে কোনও সিদ্ধান্ত হবে না৷ সূত্রের খবর, ২০২২ সালে কোনও ভাবেই কেন্দ্র ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির পক্ষপাতী নয়। তারা করোনা পরিস্থিতি এবং মুদ্রস্ফীতির কারণে এই মুহূর্তে আএ অতিরিক্ত আর্থিক বোঝা বাড়ানোর কথা ভাবছে না। ফলত আগামী বেতন কমিশন পর্যন্ত কোনও রকমের সম্ভাবনা নেই ৷
পরবর্তী বেতন কমিশনের অনুমোদন হবে সেটিও পরিষ্কার নয়। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মীরা মনে করেছিলেন, মার্চ মাসের বেতনে ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি হয়ে পাওয়ার সম্ভাবনা রয়েছে৷ কিন্তু তাদের আশাপূরণের মাঝে অন্তরায় হয়ে রইল মোদী সরকার।