দেশে সাম্প্রদায়িক পরিবেশ তৈরি হচ্ছে। এবার এমনই দাবি করে বিজেপি বিরোধী অসাম্প্রদায়িক বিরোধী দলগুলিকে একজোট হওয়ার ডক দিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। রবিবার দলীয় কর্মী ও নেতাদের একটি সভায় পাওয়ার বলেন, ‘আজ দেশে সাম্প্রদায়িক পরিবেশ তৈরি হচ্ছে। এটা হিন্দু বনাম মুসলমান, দলিত বনাম অ-দলিত বিভেদ সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত সবাইকে জাতির ভিত্তিতে বিভক্ত করার চেষ্টা চলছে।’
এখানেই না থেমে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘যে রাজ্যগুলি অন্য দলের শাসনে আছে, তারা (কেন্দ্র) সেই রাজ্যগুলির সাথে সহযোগিতা করে না। তারা রাজ্যগুলির মধ্যে বিভেদ তৈরি করে। কেন্দ্র যদি এমন মানসিকতা নিয়ে এগিয়ে যায়, তবে আমাদের দায়িত্ব একত্রিত হওয়া, সমমনা লোকদের প্রার্থী দেওয়া এবং যারা জনগণের মধ্যে সাম্প্রদায়িক সমস্যা তৈরি করতে চাইছে তাদের বিরুদ্ধে কঠোর লড়াই করা।’