এর আগেই উঠেছিল অভিযোগ। অ্যাসোসিয়েটেড জার্নাল লিমিটেড অধিগ্রহণের সময় প্রতারণা ও চুক্তিভঙ্গ করা হয়েছিল। গত কয়েক বছর ধরে চলছে ওই মামলা। তাতে নেহরু-গান্ধী পরিবারের অনেকে যুক্ত। সোমবার ওই মামলায় বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গেকে জেরা করল এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট। ৭৯ বছর বয়সী রাজ্যসভা সদস্য খাড়গে বিজেপির কট্টর সমালোচক বলে পরিচিত।
উল্লেখ্যপ্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ‘ন্যাশনাল হেরাল্ড’ পত্রিকাটি প্রতিষ্ঠা করেন। পত্রিকাটি ছিল কংগ্রেসের মুখপত্র। পরে ওই প্রতিষ্ঠান আর্থিক সংকটে পড়ে। ২০১০ সালে ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি তৈরি করা হয়। সেই কোম্পানি ন্যাশনাল হেরাল্ডের মালিক অ্যাসোসিয়েটেড জার্নাল লিমিটেডকে অধিগ্রহণ করে। ইয়ং ইন্ডিয়া লিমিটেডের ডিরেক্টর ছিলেন সুমন দুবে ও স্যাম পিত্রোদা। তাঁরা দু’জনেই গান্ধী পরিবারের অনুগত বলে পরিচিত।
প্রসঙ্গত, বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী দিল্লী হাইকোর্টে আর্জি জানিয়ে বলেন, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, তাঁর ছেলে রাহুল গান্ধী এবং আরও কয়েকজন অনেক কম দামে ন্যাশনাল হেরাল্ড পত্রিকাটি কিনে নিয়েছেন। ওই মামলায় সাত অভিযুক্ত হলেন কংগ্রেস নেতা মতিলাল ভোরা, অস্কার ফার্নান্ডেজ, সুমন দুবে, স্যাম পিত্রোদা এবং গান্ধী পরিবারের কয়েকজন সদস্য।