‘রাম’-নাম করেই দেশে একের পর এক ভোট বৈতরণী পার হচ্ছে গেরুয়া শিবির। এবার রামের নামে ভোট চাওয়া নিয়ে বিজেপিকে তুলোধনা করলেন শিব সেনা সুপ্রিমো তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তাঁর কটাক্ষ, ‘ভগবান রামচন্দ্র যদি না জন্মাতেন তাহলে কথায় কথায় রামের নামে ভোট চাওয়া বিজেপি কোন ইস্যুতে ভোট চাইত?’
রবিবার কোলাপুর উত্তর আসনের উপনির্বাচনের ভারচুয়াল প্রচারে অংশ নিয়েছিলেন শিব সেনা সুপ্রিমো। সেখানেই উদ্ধবের অভিযোগ, বিজেপি এমন ভাব করছে যেন হিন্দুত্বে তাঁদের একারই অধিকার। অথচ, এই বিজেপিই বিভিন্ন সময় বিভিন্ন নামে আলাদা আলাদা আদর্শ মেনে চলেছে। কখনও ভারতীয় জনসংঘ, কখনও শুধু জনসংঘ বিভিন্ন নামে বিভিন্ন আদর্শ মেনে চলেছে বিজেপি। কিন্তু, শুরু থেকেই হিন্দুত্বের প্রতি একাত্মভাবে নিয়োজিত শুধু শিব সেনা। হিন্দুত্বের উপর কারও একার পেটেন্ট নেই।