ইংরাজির বিকল্প হিন্দীকে মান্যতা দেওয়া উচিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই বিবৃতিকে ঘিরে এবার তীব্র সুর চড়াতে শুরু করলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডিএস নেতা এইচডি কুমারস্বামী। তাঁর স্পষ্ট দাবি, জোর করে ব্যক্তিগত অ্যাজেন্ডাকে চাপিয়ে দিতে চাইছেন। এতে তাঁরা সফল হবেন না। ‘
সংবাদ সংস্থাকে কুমারস্বামী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের ব্যক্তিগত অ্যাজেন্ডাকে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এতে তাঁরা সফল হবেন না। এর সঙ্গেই কুমারস্বামীর হুঁশিয়ারি, মানুষ তাঁদের শিক্ষা দেবেন।
এনিয়ে তীব্র ভাষায় টুইট করেছেন সিদ্ধারামাইয়া। তিনি লিখেছেন, অমিত শাহ যা মন্তব্য করেছেন একজন কন্নড় হিসাবে তাতে আপত্তি জানাচ্ছি। হিন্দী আমাদের জাতীয় ভাষা নয়। আমরা এটা হতে দেব না। তাঁর দাবি, আমাদের ভাষা নিয়ে বিজেপির যে দৃষ্টিভঙ্গি সেটা সংশোধন করা দরকার। সাভারকরের মতো ছদ্ম জাতীয়তাবাদ থেকে এই ধরণের মতামত উঠে আসে।
এদিকে অমিত শাহ বৃহস্পতিবারই জানিয়েছিলেন, ইংরাজির বিকল্প হিসাবে হিন্দীকে মেনে নেওয়া দরকার, তবে আঞ্চলিক ভাষার বিকল্প হিসাবে নয়। দেশের ঐক্যবদ্ধতার স্বার্থে একটা সরকারি ভাষা নির্ধারণের সময় এসেছে এবার।