যোগীর ঘরে ‘হ্যাকার’-এর থাবা! শনিবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী কার্যালয়ের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়, সূত্রের খবর এমনটাই। জানা গিয়েছে, প্রায় চার ঘণ্টা হ্যাকারের কব্জায় ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট। সেই সময় হ্যাকারের তরফে বেশ কিছু পোস্ট করা হয়, যা টুইটার অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করার পর ডিলিট করার হয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের সিএমও-র অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার পর প্রায় ১০০ টুইট করা হয়। এমনকী, টুইটার অ্যাকাউন্ট থেকে যোগীর ডিসপ্লে পিকচার সরিয়ে সেখানে বাঁদরের ছবি রাখা হয়। চার ঘণ্টায় ১০০ টুইট করা হয়েছে এই অ্যাকাউন্ট থেকে। শুধু তাই নয়, অ্যাকাউন্টের কো-ফাউন্ডারও বদল করে দেওয়া হয়।
উল্লেখ্য, এই প্রথমবার নয়, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্টও হ্যাক হয়েছিল গত বছর। সেই সময় নরেন্দ্র মোদী টুইটে জানিয়েছিলেন, ‘খুব কম সময়ের জন্যই নরেন্দ্র মোদীর টুইটার হ্যান্ডেল কম্প্রোমাইজ হয়েছিল। ব্যাপারটি নজরে আসতেই তা টুইটার কর্তৃপক্ষকে জানানো হয়। সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টটি সুরক্ষিত করা হয়। এই মুহূর্তে যাবতীয় সমস্যার সমাধান হয়ে গিয়েছে। যে সময়ে অ্যাকাউন্টের রাশ আমাদের হাতে ছিল না, সেই সময় একটি টুইট করা হয়েছে। যা বৈধ নয়।