বাজার তো নয় সে যেন আগুনের গোলা! ছুঁয়ে দেখার উপায় নেই ফলমূল শাক সব্জি। চরচরিয়ে বাড়ছে বাজার দর। মাথায় হাত আম জনতার। নাভিশ্বাস অবস্থা। হাঁপিয়ে উঠছে সাধারণ মানুষ। এমন মাথায় আকাশ ভাঙা পরিস্থিতিতে কলকাতা এবং শহরতলির বাজারে বাজারে চালু হয়েছে সুফল বাংলা স্টল৷ বাজার দর থেকে অনেকটা কমে এই স্টলগুলি থেকে শাক-সব্জি, ফল মিলবে বলে দাবি রাজ্য সরকারের৷ এক নজরে দেখে নেওয়া যাক সুফল বাংলা স্টলে কোন সব্জি বা ফল কী দামে বিক্রি হচ্ছে৷
সুফল বাংলা স্টলে বিন্স বিক্রি হচ্ছে ৫৯ টাকা কেজি হিসেবে৷ থোরের দাম সাত টাকা পিস, উচ্ছে ৪৮টাকা কেজি, বেগুন ৬৫ টাকা কেজি, বাঁধাকপি ১৬ টাকা কেজি, ফুলকপি-১৮ টাকা ও ২২ টাকা পিস, ক্যাপসিকাম ৪৮ টাকা কেজি৷ গাজর বিক্রি হচ্ছে ৩৮ টাকা ও ২৫ টাকা কেজি দরে, ধনে পাতার দাম ৯০ টাকা কেজি, সজনে ডাটা ৭৫ টাকা কেজি৷ শসা বিক্রি হচ্ছে ৪৯ টাকা কেজিতে৷ গাজর বিক্রি হচ্ছে ৩৮ টাকা ও ২৫ টাকা কেজি দরে, ধনে পাতার দাম ৯০ টাকা কেজি, সজনে ডাটা ৭৫ টাকা কেজি৷ শসা বিক্রি হচ্ছে ৪৯ টাকা কেজিতে।
সব্জির পাশাপাশি ফলও মিলছে সুফল বাংলা স্টলে৷ আপেল ১৩৫ ও ২১৫ টাকা কেজি, কাঁঠালি কলা ৪.৫০ টাকা পিস, বেদানা ১৪০ টাকা কেজি, পাকা পেঁপে ৪৭ টাকা কেজি, মুসম্বি ১০০ টাকা কেজি, তরমুজ ২৯ টাকা কেজি ও সবুজ আঙুর ৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে৷ রাজ্যে মোট ৩৩২টি সুফল বাংলার স্টল চালু হয়েছে৷ এর মধ্যে কলকাতা ও বৃহত্তর কলকাতা মিলিয়ে ৩৩১টি স্টল চলছে।
সরকারি এই স্টলে রসুন ৯০ টাকা কেজি, আদা ৭০ টাকা কেজি, লঙ্কা ৭৫ টাকা কেজি, পেঁয়াজ ২২ টাকা ও ১৫ টাকা, চন্দ্রমুখী আলু ২৩ টাকা কেজি, নতুন আলু ১৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে৷ সরকারি এই স্টলে রসুন ৯০ টাকা কেজি, আদা ৭০ টাকা কেজি, লঙ্কা ৭৫ টাকা কেজি, পেঁয়াজ ২২ টাকা ও ১৫ টাকা, চন্দ্রমুখী আলু ২৩ টাকা কেজি, নতুন আলু ১৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে৷ খোলা বাজারে পাতি লেবু বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকা পিস দরে৷ সেখানে সুফল বাংলা স্টলে ৫ টাকা ৫০ পয়সা দরে মিলছে একটি পাতি লেবু৷ কাঁচা আম ৬৬ টাকা কেজি, এঁচোড় ৩৬ টাকা কেজি, ঢেঁড়স ৪০ টাকা কেজি, কুমড়ো ১৯ টাকা কেজি ও টমেটো ১৪ টাকা কেজিতে বিক্রি হচ্ছে৷