এবার বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ৭ দিনের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দিল পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দুর্গাচক থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে অবৈধভাবে জমায়েত, অতিমারী অবস্থায় জমায়েত, অনুমতি না নিয়ে মিটিং-মিছিল করা, পুলিশের কাজে বাধা দেওয়া প্রভৃতি অভিযোগে ১৬ মার্চ একটি মামলা দায়ের হয়। সেই মামলাতেই শুভেন্দু অধিকারীকে হাজিরা দেওয়ার নোটিশ পাঠানো হয়েছে।।সংশ্লিষ্ট মামলার তদন্তকারী অফিসার শুভেন্দু অধিকারীকে কাঁথি থানার মারফত নোটিশ পাঠিয়েছেন।
ইতিমধ্যেই পুলিশের এমন নোটিশে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। শুভেন্দু অধিকারীর তরফে তাঁর আইনজীবী জেলা পুলিশ সুপার ও সংশ্লিষ্ট মামলার তদন্তকারী অফিসারকে চিঠি পাঠিয়েছেন। তাতে বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শুভেন্দু অধিকারীর সময় ও জায়গা জেনে নেওয়ার কথা। অন্যথায় এই নোটিশের পরিপ্রেক্ষিতে পাল্টা পদক্ষেপ করবেন শুভেন্দু।