এবার রাজ্য, কলকাতা ও বিভিন্ন পুলিশ কমিশনারেট মিলিয়ে প্রায় সাড়ে ৪ হাজার মহিলা কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। সূত্রের খবর, ওই বৈঠকে মহিলা কনস্টেবল নিয়োগের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। সেই সঙ্গে নীতিগত ভাবে স্থির হয়েছে যে জেলায় জেলায় পুলিশের মহিলা ব্যাটালিয়ন তৈরি করা হবে।
নবান্ন সূত্র অনুযায়ী, যে সব মেয়েরা ইতিমধ্যে ক্যারাটে, তাইকোন্ডুতে প্রশিক্ষণ নিয়েছেন, বা যাঁরা নিয়মিত খেলাধূলা করেন বা শরীরচর্চা করেন বা সেরকম এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি যাঁদের রয়েছে, নিয়োগের ক্ষেত্রে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। সচিবালয়ের এক কর্তার কথায়, মহিলাদের ক্ষমতায়ন ও তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়টিতে এর মাধ্যমে জোর দিতে চাইছে রাজ্য।