সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা থাকলেও, যাননি অনুব্রত মণ্ডল। অসুস্থ বোধ করায় সোজা এসএসকেএম হাসপাতালে চলে যান বীরভূম জেলা তৃণমূলের সভাপতি। এবার সেই নিয়ে মুখ খুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
এই প্রসঙ্গে কুণাল বলেন, ‘অনুব্রত মণ্ডলের আইনজীবীরা কী পরামর্শ দিয়েছেন, সেটা তাঁর ব্যাপার। এই বিষয়ে আমি কিছু বলতে পারব না। তাঁর শরীর যদি অসুস্থ থাকে সেটা চিকিৎসকরা বুঝবেন। আমি ব্যক্তিগত ভাবে বলব, আমি কোনওদিন কোনও অন্যায় করিনি। তাই সিবিআই, ইডি, থানা যে যখন ডেকেঠে, নির্দিষ্ট দিনে পাঁচ মিনিট আগে উপস্থিত থাকতাম। কেউ বলতে পারবেন না কুণাল ঘোষ আসেনি’।
এখানেই শেষ নয়, অনুব্রত প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের উদাহরণও টানেন দলীয় মুখপাত্র। তিনি দাবি করেন, কোনও অন্যায় না করায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছে। মাথা উঁচু করে বেরিয়ে এসেছে’।