শহরে অ্যাপ ক্যাবগুলির দৌরাত্ম্য কমাতে এবার উদ্যোগী রাজ্য সরকার। রাজ্যের সঙ্গে আলোচনা না করেই অ্যাপ ক্যাবের ইচ্ছে মতো ভাড়া নেওয়ার প্রবণতা বন্ধ করতে আজ, বুধবার আলোচনায় বসছে পরিবহণ দফতর। ডেকে পাঠানো হয়েছে দুই অ্যাপ ক্যাব সংস্থার প্রতিনিধিদের। থাকছে অ্যাপ ক্যাবের ৫টি সংগঠন।
প্রসঙ্গত, সম্প্রতি ভাড়া বাড়িয়েছে অ্যাপ ক্যাব সংস্থা উবের। যার জেরে দানা বেঁধেছে বিতর্ক। ক্যাব ইউনিয়নের প্রতিনিধিরা অবশ্য বলছে ভাড়া বাড়িয়ে নিজেদের অর্থনৈতিক সুবিধা নিচ্ছে ক্যাব সংস্থা। ভাড়া বাড়ায় মুখ ফেরাচ্ছেন যাত্রীরা। ক্ষতির মুখে পড়তে হচ্ছে চালক বা মালিকদের৷
উল্লেখ্য, রাজ্যে নিয়ন্ত্রণ করা হচ্ছে অ্যাপ ক্যাব। ভাড়ার নিয়ন্ত্রণ বা ভাড়া বেঁধে দিয়েছে রাজ্য পরিবহণ দফতর। এই সংক্রান্ত নোটিফিকেশন জারি করেছে রাজ্য পরিবহণ দফতর। আগে নানা কারণ দেখিয়ে ভাড়া ইচ্ছামতো বাড়িয়ে নিতে পারত অ্যাপ ক্যাব সংস্থাগুলি। রাজ্য পরিবহণ দফতরের তরফে এসি ট্যাক্সির ভাড়া বেঁধে দেওয়া আছে। সেই ভাড়া নেওয়া হয় বেস ফেয়ার হিসাবে ৩৭ টাকা ৫০ পয়সা।
রাজ্য পরিবহণ দফতরের নয়া নোটিফিকেশন অনুযায়ী অ্যাপ ক্যাবের ক্ষেত্রে সর্বাধিক ৫০ শতাংশ ভাড়া বেশি নেওয়া যাবে। এই অঙ্কে সর্বাধিক বেস ফেয়ার হবে ৫৬ টাকা ২৫ পয়সা। অন্যদিকে প্রতি কিলোমিটারে রাজ্য সরকারের বেঁধে দেওয়া ভাড়া রয়েছে এসি ট্যাক্সির ক্ষেত্রে ১৮ টাকা ৭৫ পয়সা।
নয়া নোটিফিকেশন অনুযায়ী অ্যাপ ক্যাব সর্বাধিক ৫০ শতাংশ ভাড়া নেওয়া যাবে। ফলে প্রতি কিলোমিটারে সর্বাধিক নেওয়া যাবে ভাড়া ২৮ টাকা ৷ কখনও বৃষ্টি, কখনও উৎসব, কখনও গাড়ি কম এই অজুহাতে নিজেদের মতো সারচার্জ বাড়িয়ে নিত অ্যাপ ক্যাব সংস্থাগুলি। এখন থেকে তা আর করা যাবে না।
অন্যদিকে ক্যাব বাতিলের ক্ষেত্রেও নিয়ম বেঁধে দিয়েছে রাজ্য সরকার। সেখানে বলা হয়েছে, যে বাতিল করবে তাকে প্রস্তাবিত ভাড়ার ১০ শতাংশ দিতে হবে। নয়া নোটিফিকেশন অনুযায়ী যাত্রীকে যেখান থেকে পিকআপ করতে হবে তা যদি ৩ কিলোমিটারের মধ্যে হয়, তাহলে যাত্রীকে কোনও ভাবেই পিকআপ চার্জ দিতে হবে না।
নয়া নোটিফিকেশন অনুযায়ী যে সংস্থা ক্যাব চালাবে তাদের সার্ভার থাকতে হবে এই রাজ্যে। সেই সার্ভারের সব ডেটা রাজ্যের সব এজেন্সি যে কোনও সময় অ্যাকসেস করতে পারবে। এই ডেটা কমপক্ষে ৩ মাস, সর্বাধিক দুই বছর পর্যন্ত সংগ্রহে রাখতে হবে। এর পাশাপাশি যাত্রী সুরক্ষায় গাড়িতে ভেহিক্যালস ট্র্যাকিং সিস্টেম থাকতেই হবে। চালকের অবশ্যই দু’বছরের ক্যাব চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।